Image Alt

Data Story


একটা মজার এবং অবাক করার মত তথ্য দিয়ে শুরু করি। গত ৫০০০ বছরে সারা দুনিয়াতে যে পরিমাণ ডাটা পয়দা (উৎপাদন) হয়েছে তার চেয়ে অনেক বেশি হয়েছে ২০১৭ সালে। মাত্র এক বছরেই! চিন্তা করা যায়? এমন কোনো সেক্টর নাই যেখানে প্রতিদিন


অনেক দিন আগের কথা। একদল যোদ্ধা গত কয়েক মাসে অসংখ্য যুদ্ধ জয় করে ফিরেছেন। ধরা যাক, তারা ফিরছেন দক্ষিণ দিক থেকে। তাদের নেতৃত্বে আছেন একজন মহান সেনাপতি। আবার উত্তর দিক থেকেও আরেকদল যোদ্ধা একজন গ্রেট সেনাপতির নেতৃত্বে ফিরছেন। তারাও অনেক যুদ্ধ জয় করেছেন।