Image Alt

Social Good


অনেক দিন আগের কথা। একদল যোদ্ধা গত কয়েক মাসে অসংখ্য যুদ্ধ জয় করে ফিরেছেন। ধরা যাক, তারা ফিরছেন দক্ষিণ দিক থেকে। তাদের নেতৃত্বে আছেন একজন মহান সেনাপতি। আবার উত্তর দিক থেকেও আরেকদল যোদ্ধা একজন গ্রেট সেনাপতির নেতৃত্বে ফিরছেন। তারাও অনেক যুদ্ধ জয় করেছেন।