Social Good Storytelling
নারী জাগরণের অগ্রদূত, লেখক এবং সমাজ সংস্কারক বেগম রোকেয়া শাখাওয়াত পারিবারিক ও সামজিক বাঁধা সত্ত্বেও নিজের চেষ্টায় পড়ালেখা করেছেন এবং অন্য নারীদের শিক্ষিত করতে স্কুল প্রতিষ্ঠা করেছেন। সমাজের কল্যাণে শিক্ষার মাধ্যমে তিনি নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বাবলম্বিতা অর্জনের কথা বলেছেন।
কার্তিক পরামানিকের কথা মনে আছে আপনার? একজন নাপিতের ছেলে নাপিত। চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এক প্রত্যন্ত গ্রামের এই মানুষটি প্রায় ৫০ বছর ধরে গাছ লাগিয়েছেন। জাতিসঙ্ঘ, সরকার, এনজিও কেউ তাকে গাছ লাগাতে বলেনি। ১৯৪২ সালে জন্ম নেয়া এই মানুষটি শুধু জানতেন, এটা করলে মানুষের ভালো হবে।
আলোর ফেরিওয়ালা পলান সরকারের কথা মনে আছে? রাজশাহী জেলার বাঘার বাসিন্দা পলান সরকার জেলার ২০ টি গ্রামে গড়ে তুলেছেন অভিনব শিক্ষা আন্দোলন। নিজের টাকায় বই কিনে তিনি গ্রামের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়তে দিতেন। প্রতিদিন সকালে ঝোলাভর্তি বই নিয়ে পায়ে হেঁটে মানুষের দোরগোড়ায় বই দিয়ে আসতেন পলান সরকার।
পৃথিবীর সবচেয়ে বড় এনজিও ব্র্যাক বাংলাদেশের উন্নয়ন অন্যতম অংশীদার। দশকের পর দশক প্রতিষ্ঠানটিকে নেতৃত্ব দিয়েছেন স্যার ফজলে হাসান আবেদ। আজ পর্যন্ত এ প্রতিষ্ঠানটি দেশের প্রন্তিক মানুষের অর্থনৈতিক ক্ষমতায়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, উদ্ভাবন, ব্যবসা-বাণিজ্যে যে পরিবর্তন ঘটছে সেখানে অসামান্য অবদান রেখে চলেছে।
বেগম রোকেয়া শাখাওয়াত, কার্তিক পরামানিক, পলান সরকার এবং স্যার ফজলে হাসান আবেদ তাঁরা প্রত্যেকেই পরিবর্তনের নায়ক। সকলের ভালোর জন্য তাঁরা ক্লান্তিহীন পরিশ্রম করেছেন। সমাজকে, দেশকে এগিয়ে নেয়ার জন্য দুনিয়াজুড়েই আমরা এমন ব্যক্তিত্ব দেখতে পাই। তাদের প্রত্যেকের কাজের পেছনে থাকে অনুপ্রেরণা। আর অনুপ্রেরণার পেছনে রয়েছে গল্প। আবার গল্প বলেই তাঁরা হাজার হাজার মানুষকে ভাল কাজে উদ্বুদ্ধ করেছেন। এমনকি আজও তাঁরা আমাদের অনুপ্রাণিত করে চলেছেন।
আজকের বাস্তবতায় মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করা এবং সমাজ পরিবর্তনে অনুপ্রাণিত করতে প্রয়োজন ভালো ভালো গল্প। আমাদের আচরণ বা অভ্যাস পরিবর্তনে হোক অথবা নিরাপদ সড়ক নিশ্চিত করতে হোক আমাদের প্রয়োজন ভালো গল্পের। তবে সেই গল্পগুলো ভালোভাবে বলতে পারাটাও কিন্তু আরও বেশি জরুরি।
মানুষের কল্যাণে কীভাবে গল্পকে কাজে লাগাবেন সেটা নিয়ে ভাবছেন? ভালো গল্প বলার কৌশল শিখতে চান?