Social Media Storytelling
এই লেখাটি যেহেতু আপনি পড়ছেন সেহেতু ধরেই নেয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার অন্তত একটি এ্যাকাউন্ট রয়েছে। একটার বেশি থাকলে অবাক হবার কিছু নাই। ফেসবুক, টুইটার, ইউটিউব, ইন্সটাগ্রাম, লিঙ্কডইন যেকোনো একটা নেটওয়ার্কে আপনার এ্যাকাউন্ট আছে মানেই আপনি একটা চ্যানেলের মালিক। আপনি আপনার চ্যানেলে আপনার মত প্রকাশ করার পাশাপাশি অন্যের মতে মত দিতে, পছন্দ-অপছন্দ করতে আবার শেয়ার করে সহমতও প্রকাশ করতে পারেন। এটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত পরিসর। নিজেকে তুলে ধরার দারুণ সুযোগ এখানে।
ব্যক্তিগত পরিসর ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবসা-বাণিজ্য, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জন্য অপার সম্ভাবনা নিয়ে হাজির হয়েছে। প্রতিষ্ঠানগুলো অফিসিয়াল পেইজের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে তাদের ম্যাসেজ দুনিয়ার যেকোনো প্রান্তে ছড়িয়ে দিতে পারে। ম্যাসেজ শেয়ার করার পাশাপাশি প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে তাদের ফলোয়ারদের মতামত নিতে পারে। যা সনাতন মাধ্যমে এতো সহজ ছিলনা। সামাজিক মাধ্যমের ব্যবহারকারীরা বয়সে তরুণ। তাদের সিটিজেন না বলে বলা হচ্ছে নেটিজেন।।
দেশি-বিদেশী ব্র্যান্ডগুলো সামাজিক মাধ্যম ব্যবহার তাদের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। সনাতন মাধ্যমের চেয়ে সামাজিক মাধ্যমে ব্র্যান্ডগুলোর ভরসা বেশি। ব্র্যান্ডগুলো তাদের ক্রেতা, ফ্যান ফলোয়ারদের সাথে টেকসই ও ধীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার জন্য গল্প বলে থাকে। আবার এসব মাধ্যমে তারা ক্রেতাদের গল্পও শুনে থাকে। গল্পের উপর ভর করেই ব্র্যান্ডগুলোর সাথে ক্রেতাদের আস্থার সম্পর্ক গড়ে উঠে। ব্যবসা-বাণিজ্যের বাইরে সামাজিক নানান ইস্যুতেও সামাজিক মাধ্যমগুলো ইতিবাচক ভূমিকা পালন করছে বা করতে পারে।
সামাজিক মাধ্যমের নেতিবাচকভাবে ব্যবহারও লক্ষণীয়। সামাজিক মাধ্যমে বিদ্বেষ ছড়িয়ে, ভুয়া তথ্য দিয়ে এবং গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে সমাজে শান্তি ব্যহত করতেও আমরা দেখেছি। এরফলে আমরা সামগ্রিকভাবে এ মাধ্যমটিকে আমাদের বৃহত্তর কল্যাণে কাজে লাগাতে পারছিনা।
মানুষকে প্রভাবিত করার জন্য ভালো কনটেন্টের বিকল্প নাই। যেকোনো মাধ্যমের জন্য একথা প্রযোজ্য। একটা ক্লিক করলেই আমাদের সামনে চলে আসে পৃথিবীর সেরা কনটেন্টগুলো। কীভাবে গল্প বললে একজন মানুষ সেটা দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং কথা শুনবে সেটা শেখা জরুরি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ফাটাফাটি গল্প বলার কায়দা-কানুন শিখতে চান? চলুন শুরু করি।