Image Alt

September 2019


"Whoever Tells the Best Story Wins” এটি একটি বিখ্যাত বইয়ের নাম। আমেরিকান লেখিকা Annette Simmons-এর লেখা বইয়ের শিরোনাম দেখে নিশ্চয় অনুমান করতে পারছেন স্টোরি বা গল্প কীভাবে আমাদের এগিয়ে রাখে। পরিবার থেকে শুরু করে রাজনীতি, ধর্ম, ব্যবসা-বাণিজ্যসহ প্রায় সব ক্ষেত্রে দেখবেন যারা লিডার


গল্প বলাটা মানুষের সহজাত প্রবৃত্তি। আমাদের প্রতিদিনের যোগাযোগের প্রায় ৬৫ শতাংশ আমরা গল্প বলে থাকি । তবে গল্পকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে বিবেচনা করলে গল্পের অসীম শক্তিকে অস্বীকার করা হবে। বিনোদন মূল্যের বাইরেও গল্পের একটা বড় অর্থ রয়েছে। প্রকৃতপক্ষে, গল্প বলতে পারা একটি


অনেক দিন আগের কথা। একদল যোদ্ধা গত কয়েক মাসে অসংখ্য যুদ্ধ জয় করে ফিরেছেন। ধরা যাক, তারা ফিরছেন দক্ষিণ দিক থেকে। তাদের নেতৃত্বে আছেন একজন মহান সেনাপতি। আবার উত্তর দিক থেকেও আরেকদল যোদ্ধা একজন গ্রেট সেনাপতির নেতৃত্বে ফিরছেন। তারাও অনেক যুদ্ধ জয় করেছেন।